বিভাগ সম্পর্কে
MGNREGA বিভাগ
MGNREGA বিভাগ এই বিভাগটি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে কাজ করে। জব কার্ড হোল্ডারদের 100 দিনের অদক্ষ কাজ প্রদানের লক্ষ্যে মহাত্মা গান্ধী NREGA এর যথাযথ বাস্তবায়নের জন্য এই বিভাগটি নোডাল বিভাগ হিসাবে কাজ করে। MGNREGA-এর জেলা কর্ম পরিকল্পনা প্রণয়ন, কাজের অনুমোদন, অভিযোগ নিষ্পত্তি ইত্যাদি এই বিভাগের প্রধান কাজ। বর্তমানে 205 ধরনের কাজ রয়েছে যা এই বিভাগের মাধ্যমে পরিকল্পিত ও পর্যবেক্ষণ করা হয়।